মো: আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি করিমগঞ্জসহ আশপাশের এলাকায় গাঁজা সরবরাহ করে আসছিল। শুক্রবার (১৭ মে) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে প্রায় ৮ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন এবং মাদক পরিবহণে ব্যবহৃত সামগ্রী জব্দ করা হয়েছে।
র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযানকালে সন্দেহভাজন একজনকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।”
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানায়, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং কিশোরগঞ্জ জেলাকে মাদকমুক্ত রাখতে তারা বদ্ধপরিকর।