
ঝিনাইদহ প্রতিনিধি :
ওয়াজ মাহফিল শুনতে গিয়ে আর বাড়িতে ফিরে আসে নি আল আমিন (১৩) নামের এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র। শনিবার রাতে বাড়ীর পাশের আড়পাড়া আলহাজ্ব আমজাদ আলী মাদ্রাসায় ওয়াজ শুনতে গিয়ে সে নিখোঁজ হয়। তবে সে নিখোঁজ না অপহরণ হয়েছে এ নিয়ে পরিবারটির মাঝে আতঙ্ক বিরাজ করছে। কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আল আমিন ওই গ্রামের সাওতাল হেরা ক্যাডেট হাফেজুল কোরআন মাদ্রাসার হেফজ শ্রেণির ছাত্র। নিখোঁজের ঘটনায় তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরী করেছে।
নিখোঁজ আল আমিনের পিতা আব্দুর রাজ্জাক জানায়, শনিবার রাত ৮ টার দিকে বাড়ির পাশের এক মাদ্রাসায় ওয়াজ শুনতে বাড়ি থেকে বের হয়। এরপর রাত ১০ টার দিকে মাহফিল শেষ হলেও তার পুত্র বাড়িতে ফিরে আসে নি। পরিবারের লোকজন তার সহপাঠি ও আত্মীয়-স্বজনদের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পান নি। এদিকে গভীর রাত পর্ষন্ত আল আমিন বাড়িতে ফিরে না আসায় সে নিখোঁজ না অপহরণ হয়েছে এ নিয়ে তার পরিবারে শংকা ও কান্নাকাটির রোল পড়ে যায়। এ ঘটনায় ওই রাতেই পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান জানান, মাদ্রাসা ছাত্র নিখোঁজের বিষয়ে থানায় একটি ডায়েরী হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের জন্য জোর চেষ্টা চালাচ্ছে।