ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে করোনা ভাইরাসে সৃষ্ট দুর্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে মঙ্গলবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৪নং নিয়ামতপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যেগে কর্মহীন ৫শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নিয়ামতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি সভাপতিত্বে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টু তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ করেন কালীগঞ্জ থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক হমিদুল ইসলাম হামিদ, পৌর বিএনপি’র আহবায়ক আতিয়ার রহমান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিলন প্রমুখ।