
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করলেন ইমাম পরিষদের সদস্যরা। এলাকার কেউ এগিয়ে না আসায় করোনা আক্রান্ত হয়ে মৃত সনাতন ধর্মের অনুসারী এক ব্যক্তির সৎকার সম্পন্ন করেছেন কালীগঞ্জ ইমাম পরিষদের সদস্যরা।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুলতান আহমেদ জানান, কালীগঞ্জ শহরের মল্লিক জুয়েলার্সের স্বত্বাধিকারী বিমল মল্লিক (৭০) করোনায় আক্রান্ত হয়ে রোববার দুপুরে মৃত্যুবরণ করেন। গত বৃহস্পতিবার তিনি নমুনা দিয়েছিলেন। শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে। তিনি বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। এরপর রোববার দুপুরের দিকে শারীরিক অবস্থার অবনতি হয় এবং নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন।
কালীগঞ্জ ইমাম পরিষদের দাফন কমিটির প্রধান মাওলানা রুহুল আমিন বলেন, রোববার দুপুরে সনাতন ধর্মের এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তির সৎকারে রোববার বিকেল পর্যন্ত এলাকার কেউ এগিয়ে না এলে কালীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের কমিশনার মুক্তার হোসেনের সহায়তায় তার টিম নিয়ে মৃত্যের বাড়িতে যান। বিকেল ৫ টার দিকে মৃত্যের দুই সন্তান ও সোনার বাংলার নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসকে সাথে নিয়ে আড়পাড়ার বাসা থেকে মরদেহ নিয়ে নিশ্চিন্তপুর শশ্মানে মাটি দেওয়া হয়।