
ঝিনাইদহ প্রতিনিধি :
মরণ ভাইরাস করোনার মহামারিতেও থেমে নেই অবৈধভাবে বালু উত্তোলন। এমন খবর পেয়েই ঝিনাইদহের কালীগঞ্জে পাচকাউনিয়া গ্রামে অবৈধভাবে বালু উত্তলোনের দায়ে মহিতোষ সরকার নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার জানান, অবৈধভাবে বালু উত্তলোন চলছে এমন খবর পেয়ে তিনি দুপুরে উপজেলার পাঁচকাহনিয়া গ্রামে এক অভিযান চালান। সেখানে অবৈধ্যভাবে বালু উত্তোলন করায় ওই গ্রামের ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে মহিতোষ সরকারকে আটক করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারাতে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও তিনি করোনা ভাইরাস রোধে সামাজিক দূরুত্ব বজায় না রাখা ও সরকারি আইন না মেনে চলার কারণে কালীগঞ্জ বাজারের বিভিন্ন ফার্মেসীকে ৪ হাজার ৭’শ ৫০ টাকা জরিমানা করেন।