মাওলানা: শামীম আহমেদ, সাঁথিয়া পাবনা : হযরত আনাস (রা:) হতে বর্ণিত- হযরত রাসুল (সা:) বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর মুনজাতের মধ্য এ দোয়াটি পাঠ করবে মহান আল্লাহর রহমতে সে করোনা ভাইরাস রোগ হতে রক্ষা পাবে। দোয়াটি হল : আল্লাহুম্মা ইন্নি আয়্যুজুবিকা মিনাল বারাছি ওয়াল জুনুন ওয়াল জুজামি শাইয়েন আছকাম। (শামায়েলে তিরমিযি)