
নীলফামারী প্রতিনিধি॥ করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জরুরিভিত্তিতে বরাদ্দকৃত শুকনো খাবার কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি অসহায় মানুষদের মাঝে বিতরণ করেছেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।শুক্রবার(২৭ মার্চ) বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের আলোর বাজার এলাকায় আবাসন প্রকল্পের ৩৫ জন পরিবারের মাঝে এই শুকনো খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান,দিনাজপুর খোলাহাটি সেনানিবাসের সেনা কর্মকর্তা মেজর এরফান, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)ও কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মঈনুল হক, বালাগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন প্রমুখ।