মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুরের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সংগঠক সাবেক ছাত্রনেতা কৃষক সংগ্রাম পরিষদের আহবায়ক পলাশ কান্তি নাগ করোনা ভাইরাসে আক্রান্ত। গত ২৬ জুন তার কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বর্তমানে রংপুর নগরীর মাহিগঞ্জ রথবাড়ী রোডস্থ নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত তিনি সুস্থ রয়েছেন।
এদিকে নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের আহবায়ক নন্দিনী দাস ও সদস্য সচিব সানজিদা আক্তার, শ্রমিক অধিকার আন্দোলনের সদস্য সচিব সুভাষ রায়, কৃষক সংগ্রাম পরিষদের সদস্য সচিব আব্দুস সাত্তার বকুল আজ এক বিবৃতিতে পলাশ কান্তি নাগের আশু রোগমুক্তি কামনা করেছেন।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, পলাশ কান্তি নাগ শীঘ্রই সুস্থ হয়ে গণমানুষের লড়াইয়ে নিজেকে যুক্ত করবেন।