মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার মুরাদনগর উপজেলায় আজ ৩২জনসহ মোট ৬৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশে মুরাদনগর উপজেলার সাথে হোমনা উপজেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। আজ মঙ্গলবার হোমনা মুরাদনগ সড়কের রঘুনাথপুর সেতুর পশ্চিম পাশে বাঁশ দিয়ে ও বিভিন্ন গাছের ডালপালা দিয়ে রাস্তা বন্ধ করে দেয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কায়েস আকন্দ এবং ভাসানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম।
উপজেলা নিবার্হী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান,মুরাদনগর উপজেলায় আজও ৩২ জন সহ মোট ৬৯জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ কারণে কুমিল্লার জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে মুরাদনগরের সাথে হোমনা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।