
শেখ মোঃ সাইফুল ইসলাম জেলা প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের মানব সেবা প্রতিষ্ঠান আই, এইচ, সেবা সংস্থার উদ্যোগে নোভেল করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে করনীয় বার্তা পৌঁছে দিচ্ছেন সংস্থাটি । বার্তায় উল্লেখ করেন, জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, জনবহুল স্থানে সভা সমাবেশ ও সামাজিক অনুষ্ঠান পরিহার করতে হবে, চোখ ,নাক ও মুখ হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে, নিজের জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট থাকলে সুস্থ ব্যক্তিদের নিকট থেকে দূরে থাকতে হবে, করমর্দন ও কোলাকুলি থেকে বিরত থাকতে হবে, অন্যের নিকট থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্বে থাকার বিষয়টি মেনে চলতে হবে, কিছুক্ষণ পরপর অন্তত ২০ থেকে ৩০ সেকেন্ড ধরে হাত সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, বিদেশ ফেরত বা দেশের বড় বড় শহর থেকে বাড়ি ফেরা ব্যক্তিদের ১৪ দিন বাড়িতে কোয়ারান্টাইনে সবার থেকে আলাদা থাকতে হবে । এমন ধরনের সর্তক বার্তা মেনে চলার জন্য ব্যাপক প্রচার- প্রচারণার মধ্য দিয়ে করোনাভাইরাস প্রতিরোধে কাজ করছেন আই, এইচ সেবা সংস্থাটি । বর্তমানে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক চৌধুরী মোঃ সাফিউল বারী লিয়াকত, নোভেল করোনাভাইরাস প্রতিরোধে ব্যক্তি সচেতনতা বৃদ্ধির জন্য, উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে ৫ হাজার মাস্ক ২ হাজার সাবান ও কর্ম বন্ধ হয়ে পড়া ১ হাজার পরিবারের মাঝে সেমাই, চিনি ও কয়েলসহ বিভিন্ন সমগ্রী বিতরণ করেছেন ।
সংস্থাটির পরিচালক সাংবাদিকদের জানায়, তার এই মানব সেবা প্রতিষ্ঠানটি বাহিরের অর্থ দিয়ে পরিচালনা করা হচ্ছেনা, তিনি তার ব্যাক্তিগত অর্থদিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন । মানব সেবা বাস্তবায়নের লক্ষে সংস্থাটির রেজিস্ট্রেশন করেন এই সমাজ সেবক । সেই সাথে তিনি দেশের সকল জনসাধারণকে নোভেল করোনাভাইরাস প্রতিরোধে নিয়ম- কানুন মেনে চলার জন্য জোর দাবি জানিয়েছেন সংস্থাটির পরিচালক বিশিষ্ট সমাজ সেবক চৌধুরী মোঃ সাফিউল রাবী লিয়াকত