মো. সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর:
আজ ঐতিহাসিক ৭ মার্চ। দিবসটি উপলক্ষে রংপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে সারাদেশের ন্যায় রংপুরেও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৭ মার্চ) সকালে নগরীর বেতপট্রিস্থ কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর আগে রংপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজুর নেতৃত্বে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন দলের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু, দফতর সম্পাদক আমিন সরকার, তথ্য ও প্রচার সম্পাদক লতিফা শওকত, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, মহিলা আওয়ামীলীগ জেলা সাধারণ সম্পাদক অ্যাড. জাকিয়া সুলতানা চৈতি প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনাসভাসহ নানা কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন দলের দফতর সম্পাদক আমিন সরকার।