ক্রাইম পেট্রোল ডেস্ক।।
এ বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। তবে এই সময়টা কবে চূড়ান্ত হবে তা আপনারা উনার মুখ থেকেই শুনবেন।’
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এসব কথা বলেন রিজওয়ানা হাসান।
এ সময় তিনি বলেন, ‘মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের স্থান বাংলাদেশে নাই। নারীর প্রতি সহিংসতা কোনভাবেই অ্যালাও করে না সরকার।’
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘চাঁ*দাবাজি বন্ধে পদক্ষেপ নিচ্ছে সরকার। যখনই কোন ঘটনা নজরে আসছে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া হচ্ছে৷’