
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর (ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১২ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৩ জুলাই) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ঈদুল আযহা ও সরকারি ছুটি সমন্বয় করে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য আগামী সোমবার (১৯ জুলাই) থেকে শুক্রবার (৩০ জুলাই) পর্যন্ত মোট ১২ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সাথে আগামী শনিবার (৩১ জুলাই) থেকে বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।