আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল:
জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারের উত্তর পাশে (মেইন রোডে) প্রধান সড়কে ব্রিজ সংলগ স্হান থেকে অবৈধভাবে (এক্সকেভেটর) ভেকু মেশিন দিয়ে প্রকাশ্য দিবালোকে মাটি উত্তোলন চলছে।
স্থানীয় এলাকাবাসীর লিখিত অভিযোগে সূত্রে জানা যায়, মোহাম্মদপুর উত্তরপাড়া গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে শাহজাহান কয়েক দিন ধরে মোহাম্মদপুর বাজারের উত্তর পাশে প্রধান সড়কের বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজ সংলগ্ন মালমারা মৌজায় নিজ জমিতে ভেকু মেশিন দ্বারা মাটি কাটছে। ফলে ব্রিজের পাশে গভীর গর্ত সৃষ্টি হওয়াসহ প্রতিবেশীর ফসলি জমি ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে।
এব্যাপারে এলাকাবাসীর পক্ষে এস.এম সেলিম অবৈধভাবে ও নিয়ম বর্হিভূতভাবে মাটি কাটা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন জানিয়েছেন।
এলাকাবাসী আরও জানান ব্রিজসহ সড়কটি ভেঙ্গে পড়তে পারে। ফলে জন দুর্ভোগের পাশা পাশি সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।