আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর, বি.বাড়িয়া প্রতিনিধিঃ
নাসিরনগর উপজেলার ওয়াল্টন ও মার্সেলের অনুমোদিত ডিলার“মেসার্স সিরাজিয়া ইলেকট্রনিক্স”এর উদ্যোগে আজ শনিবার সকালে ইংরেজি নববর্ষ-২০২১ উপলক্ষে এক আনন্দ র্যালি বের করা হয়। ডিস্ট্রিবিউটর মোঃ আমজাদ হোসেন,মুক্তার হোসেন নেতৃত্বে র্যালিতে প্রভাষক নির্মল চৌধুরী,হরিসাধন মল্লিক,আবদুল জলিল কাঞ্চন,মনির হোসেন,মুছা আলী পাঠান,খাইরুল আলম, মৎস্যজীবী নেতা পরিমল দাস,সমীর সরকারসহ গ্রাহক ও স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন। পরে উপজেলা কমপ্লেক্স মসজিদ সংলগ্ন রমজান আলী মার্কেটে মেসার্স সিরাজিয়া ইলেকট্রনিক্সে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন দাতঁমন্ডল এরফানিয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা এখলাছুর রহমান।