
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে “প্রজম্ম হোক সমতার সকল নারী অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করে। সহকারী কমিশনার তাহমিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাসের সঞ্চালনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে নারী দিবসের আলোচনা সভায় “নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান”কে তুলে ধরে বক্তব্য রাখেন হরিদাসি উইমেন এন্ড চাইল্ড কেয়ার নিউট্রিশন কেন্দ্রের নিবার্হী পরিচালক ড. মারুফা খাঁন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মাতাব্বুরসহ প্রমুখ। সভায় বক্তারা বলেন, এদেশে নারীর সমতা ও ক্ষমতায়নে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বর্তমানে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর সমতা ও ক্ষমতায়নের মাধ্যমে নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। তাই নারীদেরকেও সুন্দর জাতি গঠনে এগিয়ে আসতে হবে। আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি- পেশার নারীরা অংশগ্রহণ করেন।