
মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর মেট্রোলিটন পুলিশ কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম এর দিঙ নির্দেশনায় ৩ জুলাই শুক্রবার হাজীরহাট থানা এলাকার ঘাঘট নদীর পুরাতন ব্রিজ সংলগ্ন এলাকায় ও নয়ারহাট বিলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়। আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হাটুকাঁদা পানি উপেক্ষা করে বৈরী আবহাওয়ার মধ্যে আভিযান পরিচালনা করে বালি উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনগুলো আটক করেন। ড্রেজার মেশিনের মালিক ও শ্রমিকগণ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে ড্রেজার মেশিনগুলো ধ্বংস করা হয়। এসি পরশুরাম জোন শেখ মো. জিন্নাহ আল মামুন ও রংপুর সদর এসিল্যাণ্ড মো. রাসেল মিয়ার নেতৃত্বে অভিযানটি পরিচালনায় সহযোগিতা করেন হাজিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু মুছা সরকার, এসআই শাহ আলম, এসআই শাহ্ জালাল এবং থানার মোবাইল পার্টি ইনচার্জ ও ফোর্সগণ। রংপুর মেট্রোলিটন পুলিশ কর্তৃক এধরনের আভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়!