
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারের আবদুর রউফ চৌধুরী বাংলাদেশ কবি-লেখক ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
এগুনি কবি অধ্যাপনার পাশাপাশি সাহিত্য ও জীবনের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করেছেন। তিনি তাঁর লেখায় জীবন, সমাজ ও মানবতার নানা দিক তুলে ধরেন। ঢাকা একুশে গ্রন্থমেলা, ২০১৮ তে তার লেখা একক কাব্যগ্রন্থ “নিঃশব্দ কান্না ” ঢাকা একুশে গ্রন্থমেলা ২০১৯ তার একক লেখা কাব্যগ্রন্থ “গন্তব্যহীন পথে” ও জীবনধর্মী ছোট গল্প “আমি যখন বাবা ” প্রকাশিত হয়। এ ছাড়া তার উল্লেখযোগ্য যৌথ কাব্যগ্রন্থ হলো, সোনালী বিকেল ” “কবি ও কবিতার বনে” সাফল্যের কাব্যকথা “। এ প্রতিভাবান কবি, বাংলাদেশ কবি-লেখক ফোরাম, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায়, বাংলাদেশ কবি-লেখক ফোরাম, রংপুর বিভাগ কবি ও সহকারী অধ্যাপক আবদুর রউফ চৌধুরীকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।