

আদমদীঘি প্রতিনিধি, বগুড়াঃ
বগুড়ার আদমদীঘিতে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে ৫ম বিয়ে করতে গিয়ে সাজু মিয়া (২৮) নামের এক বরসহ ঘটক আজম (৩৫) কে আটক হয়েছে পুলিশ।
ভুয়া পুলিশ পরিচয়দানকারী সাজু মিয়া জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার চক ইসলামপুর (ছুতিপুকুরিয়া) গ্রামের হবিবুর রহমানের ছেলে ও ঘটক আজম আদমদীঘির ছোট আখিড়া গ্রামের জপিন উদ্দিনের ছেলে। গত ২৪ অক্টোবর শনিবার রাতে আদমদীঘির ছোট আখিড়া গ্রামে ঘটক আজমের বাড়ি থেকে ওই ভুয়া পুলশকে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট থেকে পুলিশের পোশাক হ্যান্ডকাফ ও পরিচয় পত্র উদ্ধার করেন। এ ঘটনায় দমদমা গ্রামের কনের মা লাবনী আক্তার বাদি হয়ে উল্লেখিত দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৩ অক্টোবর রাতে সাজু মিয়াকে বর বানিয়ে ঘটক আজম দমদমা গ্রামে আসাদুল ইসলামের মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেন। এসময় সাজু মিয়া নওগাঁয় পুলিশের চাকুরি করে দাবি করে তার পরিচয়পত্র, পোশাক ও হ্যান্ডকাপ দেখান এবং গত ২৪ অক্টোবর রোববার বিয়ের দিন ধার্য করা হয়। তাদের কথাবার্তায় কনের মা বাদি লাবলী আক্তারের সন্দেহ হলে তিনি নওগাঁ পুলিশ লাইনে খোঁজখবর নিয়ে জানতে পারেন সাজু ভুয়া পুলিশ পরিচয়ে তার মেয়েকে প্রতারণা করে বিয়ে করতে এসেছে। এরপর লাবনী আক্তার বিষয়টি থানায় অবগত করলে পুলিশ গত শনিবার রতে উপজেলার ছোট আখিড়া গ্রামের ঘটক আজমের বাড়ি থেকে ভুয়া পুলিশ সাজু মিয়া ও ঘটক আজমকে গ্রেপ্তার করে। এসময় সাজুর নিকট থেকে পুলিশের পোশাক, হ্যান্ডকাপ ও ভুয়া পরিচয়পত্র উদ্ধার করেন। তার এক স্ত্রী আদমদীঘি সদরে একটি বাসায় ভাড়া থাকেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, সাজু মিয়া নামের ওই যুবকের বিরুদ্ধে বিভন্ন স্থানে ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া ও প্রতারণার মাধ্যমে একাধিক বিয়ে করার অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত ঘটনায় নওগাঁ সদর থানায় মামলাও রয়েছে। সাজু বিভিন্ন সময় ৪টির অধিক বিয়ে করেছে। ৫ম বিয়ে করতে গিয়ে ধরা খান প্রতারক সাজু মিয়া।