
তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী প্রতিনিধি :
তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এর নির্দেশনায় জামালপুরের সরিষাবাড়ীতে করোনা ভাইরাস প্রতিরোধে নিম্ন আয়ের কর্মহীন মানুষের মাঝে জেলা আওয়ামী লীগের সভাপতি,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাড. মতিউর রহমান তালুকদার স্মৃতি সংসদের উদ্দ্যেগে ৩’শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।গতকাল শনিবার(১৮ এপ্রিল)উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া বাজার রবিন এন্টারপ্রাইজ থেকে বিভিন্ন গ্রামে বাড়ী বাড়ী গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে।
এ সময় অ্যাড মতিউর রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আজমত আলী ভূঁইয়া,উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক শামছুল হক,সাবেক উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোস্তফিজুর রহমান মোস্তাক,সাবেক ডোয়াইল ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি জাকির হোসেন তোতা,উপজেলা যুবলীগের সদস্য মোশারফ হোসেন,সাবেক ডোয়াইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিল্টন সরকার,আবু সাঈদ মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।