
মোঃ মেহেদী হাসান ফারুক, টাংগাইল (নাগরপুর) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে গরীব, অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ওষুধ ও শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেছেন এমপি আহসানুল ইসলাম টিটু। উপজেলার বীর সলিল ডাক্তার বাড়ি প্রাঙ্গণে শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী এই চিকিৎসা সেবার উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। মরহুম ছমির উদ্দিন মিয়া কল্যাণ সংস্থার আয়োজনে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিসিন, অর্থোপেডিক, চক্ষু, নাক, কান, গলা, মা ও শিশু, বক্ষব্যাধি রোগে আক্রান্ত ৫ শতাধিক রোগীর দিনব্যাপী চিকিৎসেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা গরিব ও অসহায় রোগীর মাঝে বিনামূল্যে লক্ষাধিক টাকার ওষুধ বিতরণ করা হয়। তিনি নাগরপুর স্বাস্থ্য সেবার উন্নয়নের লক্ষ্যে তার এই বিশেষ আয়োজন। এম পি টিটুর সেবামূলক এই আয়োজনকে গরীব- দুঃখী মানুষ স্বাগত জানিয়েছেন। পরে সেখানে উপস্থিত রোগীদের মাঝে চিকিৎসাসেবাসহ শীত নিবারণের জন্য দু:স্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল আলীম দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, অবসরপ্রাপ্ত অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো.উজ্জ্বল হোসেন , আওয়ামী লীগ ,সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।