পুঠিয়া, রাজশাহী প্রতিনিধি।।
অতিরিক্ত খাজনা আদায়ের কারণে রাজশাহীর বৃহত্তম বানেশ্বর হাটে ইজারাদারকে জরিমানা করেছেন পুঠিয়া উপজেলা ভ্রাম্যমাণ আদালত।
পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১২ টা হতে ২টা পর্যন্ত পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে, এম, নূর হোসেন নির্ঝর একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। একজন ছাগল বিক্রেতার নিকট হতে জোরপূর্বক ১৫০ টাকার খাজনা ৫০০ টাকা আদায়ের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বানেশ্বর হাট ইজারাদার জাহাঙ্গীরতে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অভিযান চলাকালীন মুদি দোকানের মূল্য তালিকা যথাযথভাবে হালনাগাদকরণ,ব্যবসায়ীদের দ্রব্য ক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
এসব বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, ‘আমাদের এই বাজার মনিটরিং ব্যবস্থা চলমান থাকবে এবং বাজারে কোনো প্রকার অনিয়ম ও ক্রেতাদের থেকে অতিরিক্ত মূল্যে কোনোকিছু বিক্রয়ের অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।’