crimepatrol24
২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:৫২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

হোমনা-তিতাস নিয়ে কুমিল্লা-২ আসন পুনর্বিন্যাস হওয়া কেন যৌক্তিক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে সংসদীয় কিছু আসন পুনর্বিন্যাসের চিন্তা-ভাবনা করছে নির্বাচন কমিশন। সেকারণে কুমিল্লা-২ আসনও পুনর্বিন্যাস হওয়া যৌক্তিক বলে মনে করছেন রাজনীতিবিদ, সচেতন মহল এবং সাধারণ জনগণ।

২০২২ সালের জনশুমারির তথ্য অনুযায়ী দাউদকান্দি-মেঘনার জনসংখ্যা- ৪০৬৩৯৪+ ১১৮৮০১=৫২৫১৯৫, হোমনা-তিতাসের মোট জনসংখ্যা- ২২৭৫২৯+২০৩৯৪০= ৪৩১৪৬৯, দাউদকান্দি-তিতাসের মোট জনসংখ্যা- ৪০৬৩৯৪+২০৩৯৪০= ৬১০৩৩৪ এবং হোমনা-মেঘনার  জনসংখ্যা-২২৭৫২৯+১১৮৮০১= ৩৪৬৩৩০ জন। মেঘনা- তিতাসের মোট জনসংখ্যা- ১১৮৮০১+২০৩৯৪০= ৩২২৭৪১ জন।

হোমনা- তিতাসের মোট আয়তন –  ২৩৯.৯৮ বর্গ কি. মি. এবং মোট ভোটার সংখ্যা- ৩৪০৪৯৯,  দাউদকান্দি -মেঘনার মোট আয়তন- ৩০৮.৬৮ বর্গ কি.মি. এবং মোট ভোটার সংখ্যা- ৪০৫৬৭৯, দাউদকান্দি -তিতাসের মোট আয়তন- ৩১৭.৪ বর্গ কি.মি. এবং মোট ভোটার সংখ্যা-৪৬৩৫১৬, হোমনা-মেঘনার মোট আয়তন- ২৩১.২৬ বর্গ কি.মি. এবং মোট ভোটার সংখ্যা-২৮২৬৬২ এবং  তিতাস- মেঘনার মোট আয়তন- ২০৫.৬৬ বর্গ কি.মি. এবং মোট ভোটার সংখ্যা- ২৬৮০৮৭জন।

জনসংখ্যার বিবেচনায় হোমনা-তিতাস নিয়ে কুমিল্লা-২ আসন হলে এই আসনে মোট জনসংখ্যা দাঁড়ায়-৪৩১৪৬৯, দাউদকান্দি-তিতাস আসন হলে জনসংখ্যা দাঁড়ায়-৬১০৩৩৪, দাউদকান্দি-মেঘনা আসন হলে জনসংখ্যা  দাঁড়ায় –৫২৫১৯৫ এবং তিতাস-মেঘনা আসন হলে জনসংখ্যা দাঁড়ায় –৩২২৭৪১ জন।

ভোটার সংখ্যার বিবেচনায় হোমনা -তিতাস নিয়ে কুমিল্লা-২ আসন হলে এই আসনে ভোটার সংখ্যা দাঁড়ায় ৩৪০৪৯৯,
দাউদকান্দি-মেঘনা নিয়ে আসন হলে মোট  ভোটার সংখ্যা দাঁড়ায়- ৪০৫৬৭৯, হোমনা- মেঘনা নিয়ে এই আসনটি গঠিত হলে ভোটার সংখ্যা দাঁড়ায় ২৮২৬৬২, দাউদকান্দি- তিতাস নিয়ে আসন হলে মোট ভোটার সংখ্যা দাঁড়ায়- ৪৬৩৫১৬ এবং তিতাস-মেঘনা নিয়ে আসন হলে মোট ভোটার সংখ্যা দাঁড়ায়- ২৬৮০৮৭ জন। ভোটার সংখ্যায় ভারসাম্য বজায় রাখতে হলে হোমনা-তিতাস নিয়েই কুমিল্লা-১ আসনটির পুনর্বিন্যাস হওয়া অধিক যুক্তিযুক্ত।

হোমনা-মেঘনায় মোট ইউনিয়ন-৯+৮=১৭ টি এবং পৌরসভা ১টি, হোমনা-তিতাসে মোট ইউনিয়ন-৯+৯=১৮ এবং পৌরসভা ১টি, দাউদকান্দি -তিতাসে মোট ইউনিয়ন -১৫+৯=২৪টি এবং পৌরসভা ১টি, দাউদকান্দি -মেঘনায় মোট ইউনিয়ন -১৫+৮=২৩ টি এবং পৌরসভা ১টি। হোমনা-তিতাসের দূরত্ব-১১.৬ কি.মি, হোমনা-মেঘনার দূরত্ব-১৭.২ কি.মি, তিতাস-মেঘনার দূরত্ব-২১.৮ কি.মি, তিতাস-দাউদকান্দির দূরত্ব-১৭ কি.মি. এবং মেঘনা-দাউদকান্দির দূরত্ব-২৭.৮ কি.মি.।

জনসংখ্যা, ভোটার সংখ্যা এবং ভৌগোলিক দিক বিবেচনা করলে হোমনা- তিতাস খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। তাছাড়া জনসংখ্যা ও ভোটার  সংখ্যায়ও সমতা আসে। এরপর কাছাকাছি অবস্থানে রয়েছে তিতাস-দাউদকান্দি।কিন্তু এক্ষেত্রে জনসংখ্যা ও ভোটার সংখ্যা অনেক বেড়ে যাবে। তারপর কাছাকাছি অবস্থানে রয়েছে হোমনা-মেঘনা। এক্ষেত্রে জনসংখ্যা ও ভোটার সংখ্যা অনেক কমে যাবে। সবশেষ অবস্থানে রয়েছে মেঘনা-দাউদকান্দি। এক্ষেত্রে জনসংখ্যা ও ভোটার সংখ্যায় ভারসাম্য বজায় থাকে। সবকিছু বিবেচনা করলে দেখা যায়, হোমনা-তিতাস নিয়ে কুমিল্লা-২ এবং দাউদকান্দি- মেঘনা নিয়ে কুমিল্লা-১ আসন পুনর্বিন্যাস হওয়া যৌক্তিক।

আয়তন,জনসংখ্যা, ভোটার সংখ্যা, যোগাযোগ ব্যবস্থা এবং পূর্বের হোমনা-তিতাস উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-২ আসনের ইতিহাস বিবেচনা করলে হোমনা-তিতাসই কুমিল্লা-০২ আসনের অন্তর্ভুক্ত হওয়া অধিক যুক্তিযুক্ত বলে দাবি করছেন রাজনীতিবিদ, সুশীল সমাজ, বিশিষ্টজন ও এলাকাবাসী।

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে কুমিল্লা-২ আসন ছিল হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০২৩ সালের ১জুন তৎকালীন  নির্বাচন কমিশন কর্তৃক নতুন করে কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের সীমানা পুনর্বিন্যাস করা হয়। এতে হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা-২ আসনের সীমানা নির্ধারণ করা হয়।
অপরদিকে দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে পূর্বের কুমিল্লা-১ আসন থেকে মেঘনা উপজেলাকে কেটে হোমনার সঙ্গে জুড়ে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনটি পুনর্বিন্যাস করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নবগঙ্গা নদীতে ডুবে ঝিনাইদহে শিশুর মৃত্যু

কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে ৩৩ (তেত্রিশ) পিস স্বর্ণের চেইনসহ গ্রেফতার ১

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ গ্রেফতার ৬

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ গ্রেফতার ৬

শৈলকুপায় ১২’শ পরিবারের মাঝে সংসদ সদস্য’র খাদ্যসামগ্রী বিতরণ

বাংলাদেশ করোনার টিকা তৈরি করতে প্রস্তুত : প্রধানমন্ত্রী

ডোমারে বোড়াগাড়ী ইউপির উপ-নির্বাচনের প্রতিক বরাদ্দ

ঝিনাইদহের সকল পৌরসভা এলাকায় বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত

ঝিনাইদহে একাধিক মামলার আসামি ও মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ, অস্ত্র,গুলি ও মাদক উদ্ধার

দেশে করোনায় আরও ১৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৫৫৪

ডোমারে সাবেক শিক্ষক আনছার আলী’র জানাযা সম্পন্ন