সভাপতি ইব্রাহিম, সম্পাদক আক্তার
মোশারফ হোসেন, হোমনা প্রতিনিধ :কুমিল্লার হোমনা উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।এতে ক্রাইম পেট্রোল২৪.কম সম্পাদক ও দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার মো. ইব্রাহিম খলিলকে সভাপতি ও দৈনিক বাংলাদেশের খবরের উপজেলা প্রতিনিধি মো. আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৩ টায় হোমনার বিআরডিবি’র হলরুমে হোমনা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- পূর্বকমিটির সভাপতি ও দৈনিক আমাদের সময়-এর হোমনা প্রতিনিধি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি মো. শাহ আলম, দৈনিক রূপসী বাংলা প্রতিনিধি মো. আবুল বাশার সরকার, দৈনিক দিনকাল প্রতিনিধি মো. হানিফ খান, দৈনিক যুগান্তর প্রতিনিধি আলী হোসেন বাবুল, দৈনিক জনতা প্রতিনিধি সৈয়দ আনোয়ার, দৈনিক কুমিল্লার কাগজ প্রতিনিধি শফিকুল ইসলাম পলাশ, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি আবু রায়হান চৌধুরী, সাপ্তাহিক খোঁজখবর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, দৈনিক এশিয়া বাণী প্রতিনিধি মো. মকবুল হোসেন, সাপ্তাহিক হোমনার আলো প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, দৈনিক গণজাগরণ প্রতিনিধি কাউছার আহমেদ, দৈনিক ডেসটিনি প্রতিনিধি আবদুল বাতেন , দৈনিক আমার বার্তা প্রতিনিধি মো. মুরশিদ আলম, ক্রাইম পেট্রোল২৪.কম প্রতিনিধি মোশারফ হোসেন , উপদেষ্টা মো. আবুল কালাম আজাদ ও প্রেসক্লাব সদস্য মো. রুবেল রানা প্রমুখ।