মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় মাহে রমজানকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী আজ শনিবার তার ব্যক্তিগত ফেসবুক আইডি’র মাধ্যমে ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘ধর্মপ্রাণ মুসল্লীদের আবেগ-অনুভূতি নিয়ে খেলা করবেন না। পবিত্র মাহে রমজান এবং ঈদ উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় কোনো দ্রব্য এবং পোশাক সামগ্রীর দাম বাড়াবেন না। খাদ্যে ভেজাল মিশাবেন না। ইতোমধ্যে পবিত্র রমজান মাসে বাজার স্থিতিশীল রাখা, ইফতার ও অন্যান্য খাবার ভেজালমুক্ত রাখা এবং ঈদের কেনাকাটায় অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে হোমনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান এবং বাজার মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে।’
বাজার নিয়ন্ত্রণে রাখতে তিনি রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, ব্যবসায়ী, সাংবাদিক, সকল প্রকার ভোক্তা এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
ইউএনও আজগর আলী জানান, রমজানে যাতে ব্যবসায়ীরা তাদের ইচ্ছামতো দ্রব্যমূল্য বাড়াতে না পারে এবং খাদ্যে ভেজাল না দিতে পারে সে লক্ষ্যে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।