মো. আক্তার হোসেন ,বিশেষ প্রতিনিধি >> কুমিল্লার হোমনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্ণামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেো. মহসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার, নজরুল ইসলাম ও সোহাগ ভট্টাচার্য, হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন ও সহ-সভাপতি মো. আবু রায়হান চৌধুরী, থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আব্দুস সালাম ভূঁইয়া ও যুগ্ন-আহ্বায়ক সামসুদ্দিন আহমেদ খান দুলাল প্রমুখ।
উক্ত খেলায় ছেলেদের মধ্যে দুলালপুর প্রাথমিক বিদ্যালয়, মিরাশ- নিলখী প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে এবং মেয়েদের মধ্যে ঘনিয়ারচর প্রাথমিক বিদ্যালয়, ভঙ্গারচর প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। পরে চ্যাম্পিয়ন ও রানারআপদের মধ্যে গোল্ডকাপ ও মেডেল বিতরণ করা হয়।