মোশারফ হোসেন, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মালামাল ও ১৫ আবাসিক গ্যাসের রাইজার চুরির চার দিনের মাথায় আবারও এক রাতে পাঁচটি আবাসিক গ্যাসের রাইজার চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার হোমনা হাসপতাল কোয়ার্টারে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও নার্সদের বাসার গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান রাইজার চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির ঘটনাটি হোমনা থানাকে জানানো হয়েছে।
হোমনা থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বি জানান, হাসপাতালের রাইজার চুরির বিষয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ চোর ধরতে ও রাইজার উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি রাতে তালা ভেঙ্গে হোমনার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের বাথরুমের মালামাল এবং হোমনা পল্লী বিদ্যুৎ রোডের ১৫ বাড়ির আবাসিক গ্যাসের রাইজার চুরি হয়।