মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় নানা আয়োজনে বাঙালিদের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব-১৪২৬ পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে আজ রবিবার সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ওই স্থানে এসেই শেষ হয়। পরে পান্তা ভোজনের পর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা,সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া, থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, পৌরমেয়র অ্যাড. মো.নজরুল ইসলাম,নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ফজলুল হক মোল্লা, পৌর আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানসূচীতে ছিল যেমন খুশি তেমন সাজ, হা-ডু-ডু, নৃত্য, ফ্যাশন শো ও সংগীত।