মোসারফ হোসেন, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় এক রাতে পনেরো বাড়ির গ্যাস সরবরাহ লাইনের রাইজার চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে উপজেলা সদর এলাকায় ব্যাপক চুরির এ ঘটনা ঘটে। ইদানিং চোরের উপদ্রবের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আজ এ বাড়িতে ,কাল ও বাড়িতে চোর হানা দিচ্ছে। সাধারণ মানুষের ঘুম কেড়ে নিচ্ছে চোরেরা।
এলাকা ঘুরে জানা গেছে, উপজেলা সদরের আদর্শ উচ্চ বিদ্যালয় ও কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-০৩ অফিস রোডের পনেরোটি বাসার গ্যাস সরবরাহ লাইনের রাইজার ও শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের বাথরুম থেকে সেনিটারি মালামাল চুরি হয়েছে।
রাইজার মালিক- মো. জয়নাল আবেদীন, দুলাল মিয়া, মো.আরিফুল ইসলাম, শহিদুল্লাহ, ফজলু মিয়া, আবদুল মতিন, মো. সিরাজুল ইসলাম, জহিরুল ইসলাম, মতিউর রহমান, মো. তোফাজ্জল হোসেন, আ.মান্নান, সহিদুল্লাহ মো. আসাদ, মো. জামাল মিয়া, মো. জালাল উদ্দিন তাদের বাড়ির রাইজার এবং শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের বাথরুমের সেনেটারি মালামালও চুরি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে রহস্য উদঘাটনের দাবী জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মো. শহিদুল্লাহ এ সব গ্যাস রাইজার চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
হোমনা ক্রীড়া পরিষদের কেয়ার টেকার মোরশেদ আলম জানান, গতকাল রাতে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের বাথরুমের তালা ভেঙ্গে রুমের সেনেটারি সব মালামাল চুরি হয়ে গেছে ।
হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, চুরির ঘটনার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।