মো. ইব্রাহিম খলিল, হোমনা,কুমিল্লা >>
কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলীকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন উপজেলার ইউপি চেয়ারম্যানগণ । বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. সরফরাজ হোসেন খান, হোমনা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু,মাথাভাঙা ইউপি চেয়ারম্যান মো. নাজিরুল হক ভূঁইয়া, আসাদপুর ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন পাঠান, ঘাগুটিয়া ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, দুলালপুর ইউপি চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সওদাগর, ঘারমোড়া ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, নিলখী ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন খন্দকার, জয়পুর ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা ও ভাষানিয়া ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম প্রমুখ । এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।