উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন
মো. ইব্রাহিম খলিল, হোমনা , কুমিল্লা :
নিজেদের পেশায় অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচারণের মাধ্যমে প্রশংসনীয় অবদান রাখায় কুমিল্লার হোমনা উপজেলার মো. মাহবুবুল আলম পিপিএম (বার) প্রধানমন্ত্রী কর্তৃক সর্বোচ্চ পুলিশ পদ বিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বিভাগের অত্যন্ত সাহসী অফিসার মাহাবুব আলম পিপিএম-বার কে এই পদক পড়িয়ে দেন। তার এ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য হোমনা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে আজ বুধবার প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। তিনি বর্তমানে ডিএমপি’র যুগ্ম কমিশনার (ডিবি) হিসেবে দায়িত্ব পালন করছেন। আলোচনা সভায় উপজেলা প্রেস্লোবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজুর সভাপতিত্বে মাহবুব আলমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. শাহ আলম, সহ-সভাপতি আবুল বাসার সরকার, মো. হানিফ খান, আলী হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ও ক্রাইম পেট্রোল২৪কম সম্পাদক মো. ইব্রাহিম খলিল, যুগ্ম- সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু রায়হান চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক আবদুল বাতেন, সদস্য মোরশিদ আলম, মো. হাবিবুর রহমান ও হাবিবুর রহমান (২) প্রমুখ।