মোসারফ হোসেন, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি সেলিমা আহমাদ মেরীকে সংবর্ধনা প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত এমপি সেলিমা আহমাদ মেরী (সিআইপি) ।
জনরণ গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. জহিরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর রাজেন্দ্রপুর সেনানিবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপসচিব মো. মোজাম্মেল হক, থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন সওদাগর, উপজেলা আ’লীগের যুগ্ম- সম্পাদক গাজী ইলিয়াস, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মহসীন সরকার, প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ, ম্যানেজিং কমিটির সদস্য আমান উল্লাহ, মো. আলামিন মোক্তার প্রমুুখ। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।