মোসারফ হোসেন, হোমনা প্রতিনিধি>>
কুমিল্লার হোমনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ- স্কুল ব্যাগ ও খাতা বিতরণ করা হয়েছে । আজ বুধবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয় । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী, কুমিল্লা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. মাহতাব উদ্দিন, সহকারী পরিদর্শক মো. আনোয়ারুল মাসুদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হক, সদস্য ও সহকারী প্রধান শিক্ষক সৈয়দা ফাহমিদা পারভীন ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সহকারী শিক্ষক মো. আইয়ুব আলীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।