
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। পৌরসভার বাস্তবায়নে রবিবার দুপুরে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী (সিআইপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে হোমনা পৌর বাসস্ট্যাণ্ড থেকে লটিয়া খাল পাড় পর্যন্ত মাটি ভরাটসহ এইচ.বি.বি (চেইনেজ ০.০০- ৩.০০ কিলোমিটার) রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
হোমনা পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা কমিউনিটি পুলিশিং আহবায়ক অধ্যাপক সৈয়দ মো. ইসমাইল হোসেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খন্দকার, ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল,সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম,উপজেলা আ’লীগের যুগ্ম- সম্পাদক গাজী মো.ইলিয়াস, সদস্য মাহবুবুর রহমান খন্দকার, প্যানেল মেয়র শাহনূর আহমেদ সুমন, কৃষকলীগের সভাপতি মো. মোকবল হোসেন, পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, ছাত্রলীগের আহবায়ক মো.জাহাঙ্গীর আলমসহ পৌর কাউন্সিলর,পৌর কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।