মোসারফ হোসেন, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় পানিতে ডুবে বায়েজিদ আহাম্মেদ (৯) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘটেছে। সে উপজেলার শ্রীমদ্দি গ্রামের মো. আবুল কাশেম ও উপজেলার লটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের পুত্র।
জানা গেছে, সে হোমনা উপজেলার বাহের কালমিনা ইউছুফিয়া হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করত।গতকাল রোববার দুপুরে মাদ্রাসা থেকে গোসল করতে গিয়ে ফিরে আসতে দেরী হওয়ায় তাকে অনেক খোঁজাখুঁজির পর বিকাল সাড়ে তিনটার দিকে মাদ্রাসা সংলগ্ন পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে হোমনা থানায় একটি ইউডি মামলা হয়েছে।