মোসারফ হোসেন, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় মাহে রমজান উপলক্ষে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীি এমপি আছাদপুর ইউনিয়নের একশত দরিদ্র মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।গতকাল শনিবার বিকালে নিজ উদ্যোগে হোমনার পাথালিয়া কান্দি গ্রামের নিজ বাস ভবনে এ ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল,সয়বিন তেল, ছোলা, সেমাই, খেজুর ও শরবত তৈরীর উপকরণ। এ সময় পৌর আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুলসহ হোমনা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।