মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের কৃষ্ণপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে উপস্হিত থেকে উক্ত অনুষ্ঠানটি অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক। অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রবীণ শিক্ষাবিদ ও সাবেক বিসিএস কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রকিবুল ইসলাম।
এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ মাহমুদুল হাসান । বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, ট্যানারি এসোসিয়েশনের সদস্য শিল্পপতি এস এম আওলাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. শামীম আহমেদ, ইউপি সদস্য ও বিদ্যালয়ের সহ-সভাপতি মো. সালে জহর, সাবেক ইউপি সদস্য মো. ফজলুল হক, সাংবাদিক মো. আল আমিন শাহেদ, হোমনা উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির , সাংগঠনিক সম্পাদক মো. কবির আহমেদ, আওয়ামী লীগ নেতা আবদুর রব, অভিভাবক আবদুল করিম প্রমুখ ।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জনকারী মো. আলামিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. এনায়েত হোসেন সৈকতের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন হোমনা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক হানিফ খান ও সমাজকল্যাণ সম্পাদক মো. হাবিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।