বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জুলফিকার আলীর পদন্নোতি ও বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । তিনি পদন্নোতি পেয়ে ফেনীর মহিপালে কৃষি উন্নয়ন প্রকল্প কর্মকর্তা হিসেবে বদলী হয়েছেন । এ উপলক্ষে আজ বুধবার বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোতাহের হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, ইউএনও মো. আজগর আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম, সংবর্ধিত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জুলফিকার আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা সৈয়দ ডাঃ মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান, বিএডিসি উপ-পরিচালক মো. আবু তালেব মিয়া, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি্মি এ টি এম মোর্শেদুল ইসলাম শাজু, ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা, মো. কামরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, কৃষক মো. লাল মিয়া ও কৃষাণী খাদিজা আক্তার প্রমুখ।
অফিস সূত্রে জানা গেছে, তিনি (মো.জুলফিকার আলী) পদন্নোতি পেয়ে ফেনী , চাদঁপুর ,চট্রগাম, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার মোট ৪২ টি উপজেলার কৃষি উন্নয়ন প্রকল্প কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন ।