মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে । আজ মঙ্গলবার বিকাল ৪ টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি আজগর আলীর সভাপতিত্বে এ সময় উপস্হিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইঁয়া , পৌরমেয়র অ্যাড.মো. নজরুল ইসলাম, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো.ফজলুল হক মোল্লা, সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, পৌর আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও দর্শকবৃন্দ। উদ্বোধনী খেলায় হোমনা পৌরসভা বনাম আসাদপুর ইউনিয়ন অংশ গ্রহণ করে। হোমনা পৌরসভা আসাদপুর ইউনিয়নকে ৬-১ গোলে পরাজিত করে।
উল্লেখ্য, উপজেলা প্রশাসন গোল্ডকাপ টুর্ণামেন্টে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার অংশগ্রহণের কথা রয়েছে।