মোসারফ হোসেন , হোমনা, কুমিল্লা>> “ সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় আর্ন্তজাতিক নারী দিবস- ২০১৯ উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর নেতৃত্বে অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম, উপজেলা মাধমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন,পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন , উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. রহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার, সহকারী শিক্ষক মো. আইয়ুব আলী ও দাদন মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।