মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
কুমিল্লার হোমনায় বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলাপমেন্ট ফাণ্ড (বিএমডিএফ) এর অধীনে মিউনিসিপাল গভার্নেন্স এণ্ড সার্ভিস প্রজেক্ট (এম.জি.এস.পি)- এর তত্ত্বাবধানে ১২ কোটি ৮৫ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট মাল্টিপারপাস কাম পৌর সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বুধবার দুপুরে হোমনা পৌর সদরে আনুষ্ঠানিকভাবে বি.এম.ডি.এফ- এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান এ সুপার মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপন করেন । অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী দেশের বাইরে অবস্থান করায় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যামে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান । পৌরমেয়র অ্যাড. মো.নজরুল ইসলামের সভাপতিত্বে বিএমডিএফ- এর সোস্যাল সেইফ গার্ড স্পেশালিস্ট নজরুল ইসলাম, এনভাইরনমেন্টাল স্পেশালিস্ট আবদুল গনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী, থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা, পৌর আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, আ’লীগ নেতা ফজলুল হক মোল্লা, আঃ রশিদ সরকার, গাজী ইলিয়াস, মেয়াজ্জেম হোসেন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার ও ঠিকাদার আব্দুর রাজ্জাকসহ পৌর কাউন্সিলর,পৌর কর্মকর্তা -কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
পৌরসভা সূত্রে জানা গেছে, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স পাইওনিয়ার কনস্ট্রাকশন এণ্ড আঃ রাজ্জাক ৩৫১ নেওয়াজ ম্যানশন বাদুর তলা,কুমিল্লা যৌথভাবে ৪,৮৫৯.২৫ বর্গমিটার জায়গার উপর ১২ কোটি ৮৫ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে আধুনিক ডিজাইনের মাল্টিপারপাস কাম পৌর সুপার মার্কেট নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে ।