মোসারফ হোসেন, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় আঃ সালাম মির্জা (২৫) নামের এক অটো বাইক মিস্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ । আজ মঙ্গলবার দুপুরে দুলালপুর আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন তার নিজের গ্যারেজ থেকে হোমনা থানার এস আই ফারুক ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তার লাশ উদ্ধার করে । নিহত আঃ সালাম মির্জা বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার সদর উপজেলার মির্জা নগর গ্রামের মো. মাহবুব মির্জার ছেলে ।
থানা সুত্রে জানা গেছে, আঃ সালাম মির্জা একজন অটোরিক্সা মিস্ত্রী ও চালক । সে দুলালপুরে বাসা ভাড়া নিয়ে গ্যারেজ দিয়ে অটো মেরামত করে ও মাঝে মধ্যে নিজেও অটো চালায় । সোমবার রাতে যে কোনো সময় অটোর নীচে গিয়ে মেরামত করার সময় অসাবধানতাবশত অটোটি তার বুকের ওপর চাপা পড়ে । এতে তার মৃত্যু হয় । সকালে অন্যান্য অটোচালকরা এসে শাটার বন্ধ দেখে পুলিশে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ।
এ বিষয়ে পুলিশের এস আই ফারুক ইসলাম জানান, প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে অটো চাপায় তার মৃত্যু হয়েছে । তবে ঘটনার তদন্ত চলছে । তদন্ত শেষেই বিস্তারিত বলা যাবে।