ক্রাইম পেট্রোল ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জে নাতির ঘুষিতে প্রাণ হারালেন দাদা মো. আবুল কালাম মিজি। আজ সোমবার পৌরসভাধীন টোরাগড় ৭নং ওয়ার্ডের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে একই বাড়ির মোস্তফা মিজির ছেলে রাকিবের আঘাতে আবুল কালামের মৃত্যু হয় বলে অভিযোগ করেন নিহতের পরিবার।
কালাম ঐ বাড়ির মৃত লোফতে আলী মিজির ছেলে এবং অভিযুক্ত রাকিব বাড়ির আবুল কালামের নাতি। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পরিবারের সকল সদস্য পলাতক রয়েছে।
নিহতের স্ত্রী হাজেরা বেগম জানান, বাড়িতে নির্মাণাধীন ভবনের পাথর ভাঙাকালীন সময়ে আনোয়ারের স্ত্রী সূর্যবানু, ছেলে সোহাগ, মোস্তফা মিজির ছেলে রাকিব ও দুলালের ছেলে নাজমুল বাধা দেয় এবং গালমন্দ করে। তখন আমার স্বামী (আবুল কালাম মিজি) গালমন্দ না করে কোনো অভিযোগ থাকলে পৌরসভায় জানানোর কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে রাকিব ও নাজমুল আমার স্বামীর দিকে তেড়ে আসে এবং রাকিব তার (স্বামী) শার্টের কলার চেপে ধরে কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্ততি চলছে।