
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
১৬ জুলাই ২০২০:
জামালপুর জেলায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার না করায় ১৯৯ জনকে ২ লাখ ৫ হাজার ৪ শ’ টাকা জরিমানা করা হয়েছে। চলতি জুলাই মাসের ১তারিখ থেকে ১৫ জুলাই ২০২০ পর্যন্ত ১৫দিনে এই জরিমানা আদায় করা হয়। জামালপুর জেলা প্রশাসন এ খবর নিশ্চিত করেছেন।
জামালপুর জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে দৈনন্দিন চলাচলে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ গণপরিবহণ ও অন্যান্য ক্ষেত্রে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় এবং মাস্ক ব্যবহার না করার ফলে সংক্রমণের ঝুঁকি বিবেচনায় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন’২০১৮, দন্ডবিধির ১৮৮ ও ২৬৯ ধারায় জেলার বিভিন্ন স্থানে ১৫দিনে মোট ১৯৯ জনকে ২ লাখ ৫ হাজার ৪শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জামালপুর জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও দ্রব্যমূল্যের স্থিতিশীলতার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।