শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা রামজীবন ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট সভা আয়োজন করেছেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর খন্দকার।
গতকাল বিকালে রামজীবন ইউনিয়ন পরিষদ মাঠে সুবিধাভোগীদের সামনে উম্মুক্ত বাজেট ঘোষণার আয়োজন করা হয়েছে। এ উম্মুক্ত বাজেট সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রেজিয়া বেগমসহ পরিষদের সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ১৯/২০ অর্থ বছরের বাজেট ঘোষণা দিয়েছেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান খন্দকার। তিনি বলেন, পরিষদের রাজস্ব আয় ২১ লক্ষ ৫ হাজার ৫ শ’ টাকা রাজস্ব ব্যয় ২১ লক্ষ ৫ হাজার ৫ শ’ টাকা। পরিষদের উন্নয়ন আয় ১ কোটি ৯১ লক্ষ ১৮ হাজার ২ শ’ ৫২ টাকা। উন্নয়ন ব্যয় ১ কোটি ৯০ লক্ষ টাকা। মোট আয় ২ কোটি ১২ লক্ষ ৩৩ হাজার ৭৫২ টাকা। মোট ব্যয় ২ কোটি ১১ লক্ষ ৫৫০০ টাকা। পরিষদের আয় ব্যয়ের হিসাবের মধ্য দিয়ে উম্মুক্ত বাজেট সভা সম্পন্ন করা হয়েছে।