শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক্টর কেড়ে নিয়েছে পারভেজ হোসেন (১১) নামক রামভদ্র ডিবিএইচ আদর্শ কিন্ডারগার্টেন এর ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের জীবন।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে পারভেজ হোসেন বাড়ি থেকে স্কুল আসার পর বন্ধুর বাইসাইকেল নিয়ে বেড়ানোর সময় রামভদ্র উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর (মাহিন্দ্র) তাকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। সে পার্শ্ববর্তী সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা কলেজ পাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ট্রাক্টরটি আগুন দিয়ে পুড়িয়ে দিলেও চালক পালাতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।