শামীম আহমেদ,সাঁথিয়া পাবনা: পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় মো: বিপ্লপ হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় বগুড়া– নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক বগুড়া জেলার পল্লী মঙ্গল গ্রামের মো: আব্দুল খালেকের ছেলে ।
জানা গেছে, শুক্রবার বগুড়াগামী একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে করে মোটরসাইকেল চালক মো: বিপ্লপ হোসেন (৩৫) নিহত হয়।
কাশিনাথপুর পুলিশ ফাড়ির ইনচার্জ সুমন হোসেন জানান, বগুড়াগামী একটি ট্রাক একটি মোটরসাইকেল চালককে চাপা দিলে এতে করে মোটরসাইকেল চালক বিপ্লব নিহত হয় । বিপ্লব একটি ওষুদের দোকানে চাকরি করত। নিহত বিল্পবের লাশ ময়না তদন্তরের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।।