সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে ৩’শ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ বুধবার উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর নতুন বাজার এলাকার আব্দুর রহমান খান আলোকিত প্রতিবন্ধী স্কুল মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে কামরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মনছুর রহমান খান সভাপতি হিসেবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন।এ সময় উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম,প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সোহাগ ইসলাম,সহকারী প্রধান শিক্ষক সোহেল রানা,সহকারী শিক্ষক আলমগীর হোসেন,সালমা সুলতানা খাতুন,মুখলেছুর রহমান,জুনিয়র শিক্ষক আহসান হাবীব,সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু,কামরাবাদ ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক লিয়াকত শিকদার, উপজেলা ছাত্র লীগের সভাপতি প্রার্থী শরীফ আহাম্মেদ নিরব,সমাজ সেবক আজিজুল হক,চান মন্ডল,ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।