crimepatrol24
১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:৩৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

সরিষাবাড়ীতে সাংবাদিক আব্দুল মান্নানের চাচা সড়ক দুর্ঘটনায় নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১২, ২০২০ ৩:৪৫ অপরাহ্ণ


তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি ঃজামালপুরের সরিষাবাড়ী মহাদান  সানাকৈর বাজারের মোটরসাইকেল ও ভ্যানগাড়ীর মুখোমুখি সংঘর্ষে আক্তার হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর বাজারের পাশে সরিষাবাড়ী-দিগপাইত প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলা ভাটারা ইউনিয়নের ফুলদহ গ্রামের মৃত জসিম উদ্দিন মন্ডলের ছেলে  আক্তার হোসেন দুপুর দেড়টার দিকে তার ব্যক্তিগত কাজে বাড়ী থেকে বের হয়ে স্থানীয় সানাকৈর বাজারে কেনাকাটা করতে যান। বাজার থেকে ভ্যানগাড়ী দিয়ে বাড়ী ফেরার পথে বাজারের পাশে আওয়াল চেয়ারম্যানের বাড়ীর কাছে রাস্তায় পৌঁছালে সামনে থেকে আসা মোটরসাইকেল ও ভ্যানগাড়ী মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আক্তার হোসেন গুরুতর আহত হন।খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার স্টেশনের উদ্ধারকর্মীদল তাকে উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার  জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়া হলে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহতের ভাতিজা দৈনিক ইনকিলাব পত্রিকার সরিষাবাড়ী উপজেলার প্রতিনিধি সাংবাদিক আব্দুল মান্নান জানান, বাজার শেষে বাড়ী ফেরার পথে বেপরোয়া মোটরসাইকেল চাচাকে বহনকারী ভ্যানগাড়ীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রাতেই লাশ গ্রামের বাড়ীতে নেওয়া হয়। আজ শুক্রবার সকাল ১০টা নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত