মাওলানা: শামীম আহমেদ,সাঁথিয়া পাবনা : মা–বাবা মহান আল্লাহ তায়ালার একটি শ্রেষ্ঠতম নিয়ামত কারণ তারা এ দুনিয়াতে না আসলে আমরা দুনিয়াতে কেউ আসতাম না। তাই একজন সুসন্তানের গুরুত্বপৃর্ণ দায়িত্ব হলো তার মা -বাবার খেদতম করা। কারণ তাদের খেদমতের মাধ্যমে একজন সুসন্তান জান্নাত অর্জন করতে পারে। মা বাবা মারা যাওয়ার পরও একজন সুসন্তানের কিছু দায়িত্ব রয়েছে। যেমন : তাদের জন্য সাদকা করা ,কবর যিয়ারত করা, ইছালে সাওয়াব করা ইত্যাদি। আর কবর যিয়ারতের উত্তম দিন হলো জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন। হযরত রাসুল (সা:) শুক্রবারে মা- বাবার কবর যিয়ারতের বিশেষ ফজীলাতের কথা বলতে গিয়ে হযরত রাসুল (সা:) বলেছেন, যে সুসন্তান শুক্রবার দিন তার মা- বাবার কবর যিয়ারত করবে মহান আল্লাহ তার মা- বাবার জীবনের গুনাহ মাফ করে দিবেন। (মুজামুল আওসাত হাদীস নং ৬১১০)